বিভাগীয় কমিশনার এ কার্যালয়ের প্রধান কর্মকর্তা। তাঁর অধীনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং পরিচালক (স্থানীয় সরকার) এ তিন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে একজন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার দায়িত্ব পালন করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর অধীন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (সাধারণ), সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (সংস্থাপন) এবং সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (হিসাব, নেজারত ও আইসিটি) দায়িত্ব পালন করেন। অপরদিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর অধীন সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার (রাজস্ব) দায়িত্ব পালন করেন। এছাড়া এ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার দুইটি পদ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস